অনুসন্ধানী প্রতিবেদনে সেরা প্রতিবেদক সম্মাননা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার কলি।
জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ থেকে আজ তাকে এই সম্মাননা দেয়া হয়। পত্রিকাটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় গ্রীন অরণ্য পার্ক রিসোর্টে আজ প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রাপ্তিতে ওয়ালী হাসান তালুকদার কলি বলেন,এই সম্মাননা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এটি আমাকে আরো ভালো কাজের প্রতি ধাবিত করবে। প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সবার দোয়া ও ভালোবাসায় এগিয়ে চলতে চাই।
ওয়ালী হাসান তালুকার কলি দুর্গাপুরে এক যুগের বেশি সময় ধরে সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন। তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও নিয়োজিত আছেন তিনি। ইতোপূর্বে তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে কাজ করেছেন। তার এ প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর সাংবাদিক সমিতি,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরও পড়ুন: দুর্গাপুরে নৌকার প্রচারণায় জেলা আ.লীগ সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন