মো: সাকারুল পেশায় একজন চা বিক্রেতা। অসহায় পরিবারের হাল ধরতে অল্প বয়সেই সে এই পেশার মাধ্যমে পরিবারের সদস্যদের ভরন-পোষণের দায়িত্ব নিয়েছে। কিন্তু সে এক বিরল রোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারছে না।
সাকারুল নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান গ্রামের একলাছ মিয়ার পুত্র। সে আটপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চা বিক্রি করতো।
একদিন আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে তার এই বিরল রোগের কথা বললে সাংবাদিকরা নির্বাহী অফিসারের সাথে চিকিৎসার সাহায্যের জন্য সাক্ষাত করিয়ে দেন। নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ সাকারুলকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক তিনি তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। তাছাড়া তিনি সাকারুলসহ তার অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
সাকারুল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা গ্রহণ করছে। কিন্তু তার অসহায় পরিবারের পক্ষে সাকারুলের চিকিৎসার ব্যয় বহান করতে অক্ষম। সাকারুলের অসহায় পিতা সমাজের বিদ্যবানদের নিকট ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন। নির্বাহী অফিসার সাকারুলের চিকিৎসার জন্য উপজেলা সমাজ সেবা কার্যালয় হতে অনুদান প্রদানের জন্য সুপারিশ করেছেন।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা