গতকাল (রবিবার) দিবাগত রাতে নেত্রকোণার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান গ্রামের আক্ষেপ আলীর ছেলে দরিদ্র কৃষক জামাল মিয়ার ঘর বাড়ি অগ্নিকান্ডে পুড়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রাত প্রায় ১১:৩০ ঘটিকার সময় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে দরিদ্র কৃষকের গোয়াল ঘর ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। গোয়াল ঘরে থাকা ৬টি গরুর আগুনে পুড়ে যায়। এর মধ্যে ১টি গরু তাৎক্ষণিক মারা যায়। বাকী পুড়ে যাওয়া গরু গুলোর বাঁচার সম্ভাবনা খুবই কম। এছাড়া বসত ঘরে থাকা প্রায় ২৫ হাজার নগদ টাকা, ৫০ মন ধান, চাউলসহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে দরিদ্র পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বললে তিনি কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে জানান, আমি একজন দরিদ্র কৃষক।
আমি আমার পরিবারের পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমি এখন নিঃস্ব অবস্থায় আছি। ঘটনার সংবাদ পেয়ে ভোরে টিওন স্যার আমার বাড়িতে আইছেন। আইয়া আমার পুড়ে যাওয়া ঘর দেখেন এবং কম্বল, খাবার, টিন ও নগদ ৬ হাজার টাকা দিয়েছেন।
উপজেলা ফায়ার সার্ভিস এর ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান বলেন, আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ জানান, আমি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছি। দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক। আমি সরকারি তহবিল থেকে নগদ টাকা, কলম্বর, ঢেউটিন প্রদান করেছি এবং পরিবারটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ