Thursday, March 30, 2023

আটপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মো: আসাদুজ্জামান খান সোহাগ , স্টাফ রিপোর্টার

- Advertisement -

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে পদধাবিত হওয়ায় প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তির ব্যাপক চাহিদা বাংলাদেশ সরকার প্রতিটি দপ্তরের মত শিক্ষা ক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছে। “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়।

- Advertisement -

বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) ১৫৯ এর সাংসদ অসীম কুমার উকিল।

উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার পীযুষ কান্তি মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, মো: সায়দুল হক তালুকদার, প্রেসক্লাসের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার, মো: একলাছ-উর-রহমান, মো: গোলাম মোস্তফা, বিপ্লব চন্দ্র সরকার, মো: মাহবুব আলম, নূর মোহাম্মদ, সুমী সাহা, আবু জাফর মো: ছাদেক মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

- Advertisement -

আলোচনা সভায় প্রধান অতিথি অসীম কুমার উকিল শিক্ষকগণের উদেশ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন এবং দিক নির্দেশনমূলক বক্তব্য উপস্থাপন করেন।
আরও পড়ুন: বারহাট্টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও সেমিনার

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img