নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা সদরে অবস্থিত আটপাড়া থানা শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৫ সনে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির তত্ত¡াবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আজ শনিবার বিদ্যালয়টিতে ১৯৮০ সন থেকে বর্তমান পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এক পুনঃ মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে কুরআন থেকে তিলায়াত ও গীতা পাঠ এবং কেকে কেটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন। জাতীয় সংগীতের পর প্রতিষ্ঠানের প্রয়াত শিক্ষক ও অকাল মৃত্যু শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দীর্ঘদিন পরে একে-অপরের উপস্থিতিতে এক আন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মহিবুজ্জামান খান লিটন, প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র দেবনাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী প্রমূখ।
আলোচনা সভায় নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, এ ধরণের অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যে কোন প্রয়োজনে তিনি এই প্রতিষ্ঠানের সাথে থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন, এ বিদ্যালয় থেকে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োজিত আছেন তাদেরকে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে কাজ করার আহŸান জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪