নেত্রকোণার আটপাড়া উপজেলার ৮নং বাশাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধব নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সুশীল সমাজের প্রতিনিধি, এমসসির সকল সদস্য ও বিদ্যালয়ের সকল শিক্ষবদৃন্দ প্রমূখ। মা সমাবেশে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মো: হেদায়েত উল্লাহ এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বিজয় চন্দ্র সরকার। আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মা সমাবেশে উপস্থিত প্রধান অতিথি হাজী মো: খায়রুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
মা সমাবেশের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, আমরা শিক্ষাবন্ধন সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিয়মিত ভাবে প্রতিটি বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের উপস্থিত নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
আরও পড়ুন: বিজ্ঞাপন দেখিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে ১২ অ্যাপ