মহান স্বাধীনতা সংগ্রামে যাঁদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে আমাদের লাল-সবুজ পতাকায় বাংলাদেশের নামকরণ করা হয় তাঁরাই আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা।
আজ বুধবার নেত্রকোণার আটপাড়ায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণের নামে বরাদ্দকৃত বীর নিবাস উদ্বোধনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে অংশগ্রহণ করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলায় ১২টি ঘরের চাবি উদ্বোধনের মাধ্যমে বরাদ্দকৃত মুক্তিযুদ্ধাগণের নিকট হস্তান্তর করা হয়।
হস্তান্তিরত ঘরের মালিক কোনাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, পাহাড়পুর গ্রামের এখলাছুর রহমান, সুতারপুর গ্রামের অমল কৃষ্ণ সাহা, খলাপাড়া গ্রামের জীবন চন্দ্র দাস, মঙ্গলসিদ্ধ গ্রামের ঈশ্বর চন্দ্র দাস, নীলকন্ঠপুর গ্রামের: মো: নূর উদ্দিন, গৃদান টেংগা গ্রামের কুতুবুর রহমান খান, মো: তাজ মিয়া, পাঁচগছ গ্রামের মো: আনোয়ার হোসেন, শুনই চানপুর গ্রামের মো: শামছুদ্দিন, গোয়াতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোসা: সুফিয়া আক্তার ও বানিয়াজান গ্রামের মো: লুৎফুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, এম. জুবেদ আলী, মো: ইস্কান্দর, মো: খোরশেদ আলম খান বাচ্চু, প্রেসক্লাবের সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মেশকাতুল ইসলাম, নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানভীর আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
আরও পড়ুন: বসন্ত উৎসবে আমন্ত্রণপত্রে এমপি’র নাম না থাকায়: ১৪৪ ধারা