Friday, March 24, 2023

আটপাড়ায় রঙিন ফুলকপির মাঠ দিবসে এম.পি অসীম কুমার উকিল

মো: আসাদুজ্জামান খান সোহাগ, স্টাফ রিপোর্টার

- Advertisement -

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান সদর ইউনিয়নের কদিম পাহাড়পুর গ্রামে পলাশ সরকার ১৫ শতাংশ রঙিন ফুলকপি (বেগুনী ও হলুদ) রঙের ২ হাজার চারা রোপন করেন। প্রতিটি ফুলকপি বিক্রয় করছে ৬০-৭০ করে। এতে তার প্রায় ৯০ হাজার টাকা লাভ হবে। তার এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আগামীতে আরো বেশি কৃষক রঙিন ফুলকপি চাষে উদ্ভুদ্ধ হবেন।

- Advertisement -

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফয়জুন নাহার নিপা বলেন, রঙিন ফুলকপি রোপনের জন্য আমাদের অফিস হতে উদ্যোক্তা পলাশ সরকারকে ২ হাজার বীজ, সার ও অন্যান্য পরামর্শ প্রদান করা হয়। মাঠ দিবস উপলক্ষে আজ রবিবার সকালে রঙিন ফুলকপি চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকা-১৫৯ এর সাংসদ অসীম কুমার উকিল।

উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রান আনজু, ওসি তদন্ত আব্দুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদ্জ্জুামান খান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবীর নিলয়, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: কবীর তালুকদার, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস, সকল ইউ.পি চেয়ারম্যান ও এলাকার কৃষকগণ প্রমূখ।

- Advertisement -

মাঠ দিবসে প্রধান অতিথি অসীম কুমার উকিল এম.পি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণের জন্য নিবেদিত। তিনি এক ইঞ্চি জায়গাও পতিত না রেখে এলাকার বেকার যুব সমাজকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে আহত ১

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ