নেত্রকোণার আটপাড়ায় রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ভর্তুকির বরাদ্দকৃত ধান কাটার এসিআই কোম্পানীর হার্ভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, কৃষি অফিসার ফয়জুর নাহার নিপা, জেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, এসিআই কোম্পানীর জেনারেল ম্যানেজার খায়রুল আহসান, এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার এ.কে.এম রাইসুল আলম খান, নেত্রকোণা জেলার রেরিটরি ম্যানেজার মো: আব্দুল্লাহ আল মামুন, আটপাড়া প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট ইলিকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আরও পড়ুন: দুর্গাপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের পথ বন্ধ করে দিলো প্রতিবেশী