নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল ৭৪ টি নলকুপ, ৫টি স্টিট লাইট, ৮০ টি স্প্রে মেশিন, ২৫ টি সেলাই মেশিন বিতরণ করেছেন।
শুক্রবার( ১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন মসজিদ, মন্দির এবং স্থাপনায় নলকুপ, রাস্তায় স্টিট লাইট, গরীব ও অসহায় মহিলাদের মাঝে শেলাই মেশিন এবং কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উপজেলার সদুপুর হরিতলা সার্বজনীন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরো পড়ুন: আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত