গত ২৭ এপ্রিল, ২০২২ তারিখে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেন মো: শাকিল আহমেদ। তিনি যোগদানের পর থেকে এখনও পর্যন্ত উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সাথে সক্রিয় থেকে উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরে কাজ করে যাচ্ছেন।
তিনি প্রথমেই শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রতিটি সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা পরিদর্শন করেন। তাছাড়া তিনি মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণকে নিয়মিত ভাবে মনিটরিং এর জন্য পরামর্শ দিয়েছেন। এতে পূর্বের ন্যায় আটপাড়া উপজেলার শিক্ষার গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
উপজেলা পরিষদের সুরক্ষার জন্য বাউন্ডারী দেয়াল নির্মাণের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি উপজেলা পরিষদের প্রতিটি সড়কে ও অলি-গলিতে সড়ক বাতির মাধ্যমে আলোকিত করে তুলেছেন। এতে পথচারীদের চলাচলে সুবিধাসহ নিরাপত্তা নিশ্চিত হওয়ায় উপজেলা চত্বরের স্থানীয় বাসিন্দারের মধ্যে আনন্দ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক শ্যামল চন্দ্র সাহা বলেন, আমাদের উপজেলা চত্বরে এই লাইট দেয়ায় চলাচলের সুবিধাসহ রাতের পরিবেশ সুন্দর হয়েছে। এ ধরণের কাজের জন্য নির্বাহী স্যারকে কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন: বারহাট্টায় আশ্রয়ন প্রকল্পের আরও ৮০টি গৃহ হস্তান্তরের অপেক্ষায়