মুজিব শতবর্ষ উপলক্ষে ইসলামপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনী প্রকল্প বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিসে প্রাঙ্গনে ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রতি কৃষককে ১৩ প্রকার বীজ ও পানি দেওয়া ঝাড়জি, নেটজাল,পানি রাখা ড্রাম, রাসায়নিক সার ও জৈব সার ২৬৫ জনের মাঝে বিতরণ করা হবে। পুষ্টি বাগান প্রদর্শনী প্রকল্পের মধ্যে ১৬০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান আকন্দ, শামিম আল মামুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মনিরুজ্জামান,উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার স্বীকার প্রথম আলো পত্রিকার সাংবাদিক