জামালপুরের ইসলামপুরে ঢেংগারগড় বজলুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্রিষ্ট সূত্রে জানাযায়, সম্প্রতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিমসহ একটি প্রভাবশালী মহল তাদের পছন্দের লোকজন দিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। বিদ্যালয়ের অভিভাবকরা ওই পকেট কমিটি অবিলম্বে বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ।
অভিযোগে উল্লেখ করা হয় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সব বিদ্যালয়ের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তা গোপন রেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলাকার একটি প্রভাবশালী মহলকে সাথে নিয়ে গোপনে চারজন অভিভাবক সদস্য ও একজন মহিলা সদস্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুলকে সভাপতি করে গত ৭ নভেম্বর ২০২২ইং তারিখে একটি পকেট কমিটি গঠন করে শিক্ষাবোর্ডে জমা দিয়েছেন।
এ ব্যাপারে মামুন মাষ্টার,আলিনুর সর্দার, হুমায়ুন ও মাছুদ নামে একাধিক অভিভাবক সদস্যরা জানান, প্রতিষ্ঠানের ভিতরে আম,মেহেগুনি ও একটি এন্ট্রি কড়ই গাছ বিক্রয় করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সীমাহীন আর্থিক ও নিয়োগ দুর্নীতি ধামাচাপা দিতে মনগড়াভাবে এ পকেট কমিটি গঠন করেছেন।
এই ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে মামলা থাকায় শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা বন্ধ ছিল। আমি ১ জানুয়ারি ২০২০ সালে থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছি।
বারং বার বিদ্যালয়ে এডহক কমিটি থাকায় বোর্ড থেকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য নোটিশ প্রদান করা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও বোর্ডের নির্দেশক্রমে ম্যানেজিং কমিটি গঠনের জন্য চাপ সৃষ্টি করা হলে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষকদের সাথে নিয়ে দীর্ঘ দিন পরে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। যা সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে করা হয়।
এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত ম্যানেজিং কমিটি নির্বাচন অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মামুন-অর- রশিদের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: দুর্গাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত