ইসলামপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, এমপি উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
রবিবার দুপুরে উপজেলার এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজ, ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল , সরকারি ইসলামপুর কলেজ ও শেখ হাসিনা হেলথ ইনস্টিটিউট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর -শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড.বাকি বিল্লাহসহ আরও অনেকেই ।
আরও পড়ুন: মমতা রাজবংশীর ঘুরে দাঁড়ানোর গল্প