Friday, March 31, 2023

এক মাদ্রাসায় দুই অধ্যক্ষ শিক্ষক কর্মচারীদের ৩ মাস বেতন বন্ধ!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি

- Advertisement -

অধ্যক্ষ পদ নিয়ে দ্বন্দে ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের তিন মাসের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে বেতন-ভাতা না পাওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

- Advertisement -

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ খসরু পদত্যাগ করলে মাদ্রাসায় উপাধ্যক্ষ পদ শুন্য থাকায় গত ০৫/১০/২১ খ্রিঃ গভর্নিং বডি সভা করে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুল ইসলাম কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করে। তিনি দায়িত্ব নিয়ে সঠিক ভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। কিন্তু গত ০১/১১/২২ খ্রিঃ তারিখে সাবেক গভর্নিং বডির সদস্য ও ছাত্র অভিভাবক মোঃ আব্দুল ওয়াহাব বাদী হয়ে আদালতে মাদ্রাসা কমিটির দাতা সদস্য হামিদুর রহমান ও প্রতিষ্ঠাতা সদস্য বাকী বিল্লাহ মাদ্রাসা ফান্ডে কাম্য অর্থ বা সমপরিমাণ সম্পদ দান না করায় তাদের সদস্য পদ ভূ্য়া দাবী করে গভর্নিং বডি বাতিলের জন্য একটি মামলা দায়ের করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ২১/১১/২২ খ্রিঃ তারিখ পাবলিক পরীক্ষা শেষে গভর্নিং বডির ভূয়া দাতা সদস্য ও জামাতের রুকন মৌলানা হামিদুর রহমান ( উপজেলা জামাতে ইসলামীর সাবেক আমীর) তার অনুসারী কজনকে সাথে নিয়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খুন জখমের হুমকি দিয়ে জোর পূর্বক রেজুলেশন খাতাসহ বিভিন্ন খাতা পত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ওই দিনই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

- Advertisement -

একই দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে না জানিয়ে অবৈধভাবে গভর্নিং বডির নামে একটি সভা করে তৃতীয় শিক্ষক মোঃ আবু রায়হানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম কে দায়িত্ব হস্তান্তরের জন্য পত্র দেন ওই সভায় গঠিত উপ কমিটির আহ্বায়ক জামাত নেতা ও ভূয়া দাতা সদস্য মৌলানা হামিদুর রহমান। যা সম্পূর্ণ অবৈধ।
গত ৩০/১১/২২ তারিখে শেরপুর সিআর কোর্টে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত রেজুলেশন,নোটিশ, গভর্নিং বডির নির্বাচনী তফসিলের যাবতীয় কাগজপত্রসহ ছিনতাইকৃত কাগজপত্র উদ্ধারের জন্য ৪ জনের বিরুদ্ধে এস ডব্লিও জারী করেন।

এদিকে গত নবেম্বর মাসের বেতন -ভাতা দাখিল করলেও গভর্নিং বডির সভাপতি ও এডিএম মোহাম্মদ তোফায়েল আহমেদ বেতন ভাতা বিলে প্রতিস্বাক্ষর করেননি। এতে ওই মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা নভেম্বর মাস থেকে বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। পরে তিনি বদলী হয়ে যান।
চতুর্থ শ্রেণির কর্মচারী (ঝাড়ুদার) আঃ ওয়াহাব জানান, প্রায় তিন মাস যাবত বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।

- Advertisement -

হিসাব সহকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, বেতন ভাতা না পাওয়ায় খুবই কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ক্বারী শিক্ষক মোঃ আব্দুর জুব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি ভালোভাবেই চলছিল। নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানানোয় এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আর এ দ্বন্দ্বের কারনে আমরা বেতন ভাতা পাচ্ছি না।

গভর্নিং বডির সাবেক সদস্য ও ছাত্র অভিভাবক আব্দুল ওয়াহাব বলেন,গভর্নিং বডিতে কাম্য অর্থ বা সমপরিমাণ সম্পদ না দিয়ে অবৈধ দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন। তাদের সদস্য পদ বাতিলের জন্য আদালতে মামলা করেছি। মাদ্রাসার সাবেক ছাত্র মোঃ আব্দুল হান্নান বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ অবৈধভাবে তৃতীয় শিক্ষক আবু রায়হান দাবী করায় দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আর এ দ্বন্দ্বের কারনে লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে মোঃ আবু রায়হান বলেন, গভর্নিং বডি আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওবায়দুল ইসলাম বলেন, সিনিয়র শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। ইতিমধ্যেই কেন্দ্র সচিব হিসেবে নকলমুক্ত পরিবেশে দুটি পাবলিক পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নেব।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, খাতাপত্র উদ্ধারে আদালতের নির্দেশনা পেয়েছি। আবার হাজিরা খাতা ছিড়ে ফেলার ঘটনাও দারোগা পাঠিয়ে তদন্ত করিয়েছি।সদ্য যোগদানকৃত এডিএম ও গভর্নিং বডির সভাপতি মোঃ মনিরুল হাসান জানান, আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিবে। যত তাড়াতাড়ি তাড়া চিঠি আনতে পারবে তত তাদের জন্য ভালো হবে।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে মিস্টার আলীর পক্ষে অভিযোগ প্রত্যাহার চাওয়ায় অতর্কিত হামলা

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img