Friday, March 31, 2023

ওয়াইফাই বিলের ঘটনাকে কেন্দ্র করে যুবকের উপর সন্ত্রাসী হামলা

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

- Advertisement -

ওয়াইফাই বিল চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুবক তারেক রহমান ফয়সালের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মারাত্মক আহত হয়ে ফয়সাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

- Advertisement -

ফয়সাল কেন্দুয়া উপজেলার নওপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় হামলাকারীদের বিচার চেয়ে কেন্দুয়া থানায় ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ফয়সালের বাবা মতিউর রহমান। ঘটনাটি ঘটেছে ১ ফেব্রæয়ারি সকাল অনুমান সাড়ে ১০টার দিকে নওপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে।

জানা যায় তারেক রহমান ফয়সাল নওপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জনির নিকট ১০০ টাকার ওয়াইফাই বিল পেত। ওই টাকা চাইলেই তা পরিশোধে তাল বাহানা করত জনি। ঘটনার দিন বিভিন্ন ধাড়ালো অস্ত্র লাঠি-শুটা নিয়ে তারেক রহমান ফয়সালকে খুন জখমের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ওৎ পেতে বসে থাকে। ফয়সাল ইউনিয়ন পরিষদের কাজ শেষ করে বের হওয়ার সময় পরিষদ প্রাঙ্গণে বিবাদী আরমান ওরফে আওয়ালের নেতৃত্বে ৬/৭ জন অতর্কিতে তার উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা ফয়সালের কাছ থেকে কিছু নগদ টাকাও লুট করে নিয়ে যায়।

- Advertisement -

ফয়সালের ডাক চিৎকারে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফয়সালের ভাই লুৎফর রহমান হৃদয় জানান, ধাড়ালো অস্ত্রের আঘাতে ফয়সাল এখনও আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত চলছে। সিনিয়রদের সঙ্গে কথা বলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -

আরও পড়ুন: ধর্মাপশা প্রেসক্লাবের সভাপতি ইসহাক, সম্পাদক পহেল

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img