নেত্রকোনার কলমাকান্দায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় নাজিরপুর ঈদগাহ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটি’র সাবেক সদস্য মো. জামাল উদ্দিন মাহী, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান ও মো. দেওয়ান রনি, সদস্য রিপন কুমার রায়, সিদ্ধার্থ শংকর পাল, আব্দুল্লাহ আল আজাদ, ত্রিবীর বিশ্বাস তনয় প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আটপাড়ায় আশ্রয়ণ প্রকল্প বদলে দিয়েছে গৃহহীন মানুষের জীবন