নেত্রকোণার কলমাকান্দায় রবিবার বিকালে রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা এলাকায় চন্দ্রডিঙ্গা গ্রামবাসী ও যুব সংগঠনের আয়োজনে ও বারসিক রিসোর্স সেন্টারের সহযোগিতায় মানবন্ধন হয়েছে।
জলবায়ু পরিবর্তন, পাহাড়ী ধস, পাহাড়ী বালি ও বন্যার আগ্রাসনে কৃষি জমি রক্ষা ও ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে ক্ষতি পূরণের দাবি জানানো হয়।
অনুষ্ঠিত ওই মানবন্ধনে বক্তব্য রাখেন, পরিমল রেমা, শিলা চিসিম, বেনুকা ম্রং, হাসমত আলী, সুকুমার হাজং, দেওয়ান চিসিম, সালমা আক্তার, জীবন হাজং।
বারসিক রিসোর্স সেন্টারের সমন্বয়কারী গুঞ্জন রেমা, সহযোগী কর্মসূচি কর্মকর্তা খাইরুল ইসলাম, সাবিনা রেমা, রেশমি রংখেংসহ ছয়টি গ্রামের ২ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কেন্দুয়ার সেই মহিলা আওয়ামীলীগ নেত্রীকে বহিস্কার