নেত্রকোনার কলমাকান্দায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে দিকে কলমাকান্দা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা’র সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এএসপি (প্রফেশনাল) গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, কলমাকান্দা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , সদর ইউপি’র চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও কৈলাটি ইউপি’র চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া , উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সোহেল রানা, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, ব্যবসায়ী বাজার মালিক সমিতি’র সভাপতি কাজল দে সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস প্রমূখ।
আরও পড়ুন: হিরো আলমের সেই গাড়ি অ্যাম্বুলেন্সে রূপান্তর হচ্ছে বিনামূল্যে