Friday, March 24, 2023

কলমাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

- Advertisement -

“পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নেত্রকোনার কলমাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক ।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।

- Advertisement -

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাউবি’র বিএমএড প্রোগ্রাম অবদান রাখবে:বাউবি উপাচার্য

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ