Friday, March 31, 2023

কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের ৮০ ভাগ কাজ সমাপ্ত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের ৮০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান এবিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -

জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বিভিন্ন এলাকায় ২৬টি পিআইসি আছে। যার মোট দৈর্ঘ্য ৩২.৫৬ কিলোমিটার। আর এসব বাঁধ নির্মাণ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।

গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় বাঁধ পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, উপ-বিভাগীয় প্রকৌশলী আরাফাত আহমেদ, উপসহকারি প্রকৌশলী মোহাম্মদ সোহাগ ফকির, ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।

- Advertisement -

পরিদর্শণ শেষে রোববার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, ইতিমধ্যে কলমাকান্দার বাঁধগুলোর মাটির কাজ সমাপ্ত হয়েছে। এখন ড্রেসিং, লেভেলিং ও টার্ফিংয়ের কাজ চলমান আছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের শতভাগ কাজ শেষ হবে। বর্তমানে ৮০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে।

আরও পড়ুন: তারাকান্দায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img