Friday, March 31, 2023

কলমাকান্দায় রন্যায় বিধ্বস্ত কারিতাসের উদ্যোগে রাস্তা ও বাঁধ মেরামত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

- Advertisement -

নেত্রকোনার কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্তদের রাস্তা ও বাঁধ মেরামত এর উদ্বোধন করা হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চল এর অর্থায়নে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর আওতায় ৫ লক্ষ নব্বই হাজার টাকা ব্যয়ে ১৪ দিন মেয়াদী এই কাজ সম্পন্ন করা হবে।

- Advertisement -

আজ সোমবার কারিতাস জরুরি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উপজেলার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা গ্রামে সাবিনা রেমার ফসলী জমি হইতে বেলিচা হাজং এর ফসলি জমির প্রায় এক কিলোমিটার রাস্তা ও বাধ মেরামতের কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কারিতাসের মাঠ কর্মকর্তা অসিত নাবাল, প্রকল্পের ইঞ্জিনিয়ার যতীন মরমু ইঞ্জিনিয়ার রিফাত আকন্দ, প্রকল্প সুপারভাইজার সনদ দ্রং, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি লোয়েল লংমিন, ইপি সদস্য হাদিউল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মোঃ শাহাবুদ্দিন প্রমূখ।

- Advertisement -

আরও পড়ুন: পদযাত্রা-পদলেহন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img