Thursday, March 30, 2023

কলমাকান্দায় সদ্য যোগদানকৃত শিক্ষকদের নবীন বরণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

- Advertisement -

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১৩১জন সহকারি শিক্ষক উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করেছেন।

- Advertisement -

এ উপলক্ষে রোববার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সদ্য যোগদানকৃত শিক্ষকদের বরণ অনুষ্ঠান হয়। পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে সদ্য অবসর জনিত বিদায়ী শিক্ষকদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় ও সভাপতি নবীন কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

- Advertisement -

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ^াস সদ্য বিদায়ী শিক্ষক মো. জুবেদ আলী প্রমুখ ।

আরও পড়ুন: সততার প্রতীক ইউএনও তানজিনা শাহরীন

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img