নেত্রকোনার কলমাকান্দায় সোমবার ভোরে বিশেষ অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার ও একাজে ব্যবহৃত পিকআপটিকে জব্দ করেছে থানা পুলিশ । পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুরুজ মিয়ার ছেলে জসিম উদ্দিন (২১) ও হেমায়েত হোসেনের ছেলে রুবায়েত হোসেন বাঁধন(১৮), দক্ষিণ বারতোপা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনির (১৮) এবং মৃত আনিস উদ্দিনের ছেলে গাড়িচালক ফায়েজ (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি চৌকস দল উপজেলার ভবানীপুর মোড় নামক স্থানে সন্দেহজনক ভুলু রংয়ের একটি পিকআপ (ঢাকা মেট্রো- ন ১৭-৯০৮২) থামিয়ে তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় মদসহ জব্দ ও চারজনকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের পর তাদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে মাদকদ্রব্য সেবনের দায়ে একজনকে জেল