Sunday, April 2, 2023

কলমাকান্দায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

- Advertisement -

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলার হল রুমে ৩৬৯ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম এর সভাপতিত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমেদ, ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও মো. জয়নাল আবেদীন প্রমূখ।

- Advertisement -

আরও পড়ুন: মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের কর্মশালা

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img