Friday, March 24, 2023

কলমাকান্দা উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ সভা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা পরিষদ হলরুমে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কলমাকান্দা উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।

- Advertisement -

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ওসি (তদন্ত) খোকন কুমার সাহা, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ^াস, হাজী জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, ওবায়দুল হক, শফিকুল ইসলাম, সাইদুর রহমান ভূইয়া ও প্রেসক্লাব সেক্রেটারি মোঃ ফখরুল আলম খসরু।

উক্ত যৌথ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

ছবি সংযুক্ত ঃ কলমাকান্দায় যৌথ সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।

আরও পড়ুন: নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি সাইফুল ইসলাম

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ