Thursday, March 30, 2023

কেন্দুয়ায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেন্দুয়া প্রতিনিধি

- Advertisement -

”জ্ঞানের আলোয় উদ্ভাসিত হউক প্রতিবন্ধী শিশু” এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নে ডাউকিতে বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মো. তাজুল ইসলাম, অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মো. সেহেল, প্রধান শিক্ষক, দীপক কুমার বিশ্বশর্মা

- Advertisement -

প্রধান অতিথি অধ্যাপক অপু উকিল বলেন, “আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত ”। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের প্রতিও বিশেষ দূর্বলতা রয়েছে । সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ নজরে রাখতে হবে। আমরা যারা সুস্থভাবে জীবনযাপন করছি, আমাদের কোন কাজে যেন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা কোন সময়ই কষ্ট না পায়,সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যেন সবসময় হাসিখুশি থাকে সেদিকে সবসময় খেয়াল রাখার প্রতি জোর সুপারিশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা,শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ছিদ্দিক, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

- Advertisement -

আরও পড়ুন: ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img