৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার বারতা, নারী পুরষ সমতা। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈশম্য করবে নিরসন। এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কামিশনার (ভূমি) মো. রাজীব হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। এছাড়া বক্তব্য রাখেন, সুইটি আক্তার, তাহমিনা আক্তার ও সালিম মিয়া।
আরও পড়ুন: বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত