প্রাথমিক বিদ্যালয়ে সুশিক্ষার মান নিশ্চিত করনের লক্ষ্যে সারা দেশে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা-২০২২। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৯নং নওপাড়া ইউনিয়নের জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সিপ্টে শিশু থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কেন্দুয়া উপজেলার জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায় সকল শ্রেনীর জন্য আলাদা আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা গ্রহনের ব্যবস্থা দেখে অনেক খুশি শিক্ষার্থী অভিভাবকরা।
জুড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মোঃ হুমায়ুন কবির বলেন, ডিজিটাল বাংলাদেশে সুবিধা জনিত আধুনিক পদ্ধতি শিশুদের মেধার বিকাশের অন্যতম একটি মাধ্যম। শিশুদের অতিযত্ন সহকারে নাচ, গান, কবিতা আবৃত্তি ও খেলাধুলার মাধ্যমে পড়ালেখা করানো হয়।
জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম আয়নাল বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করনের লক্ষ্যে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।
আরও পড়ুন: ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ফুড কর্ণার উদ্বোধন