নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় কেন্দুয়া প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কেন্দুয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম।
এ ছাড়াও কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, চিরাং ইউপি চেয়ারম্যান এনামুল কবির খান, মানবাধিকার কর্মী মামুনুল কবির খান হলি ও দৈনিক মানবজমিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমান সহ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস’র চাবি হস্তান্তর করেন- এড.মোসলেম উদ্দিন এমপি