নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ইয়াসিন নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসিন উপজেলার গন্ডা ইউনিয়নের ভাটলারা গ্রামের স্বপন খন্দকারের পুত্র।
কেন্দুয়া থানার এসআই আলিমুররাজী জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাটলারা গ্রামের স্বপন খন্দকারের শিশুপুত্র ইয়াসিন খন্দকার খেলা করতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।
পরে লুলু মিয়া নামে এক পথচারি দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে স্বজনরা ইয়াসিনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসিমার বাড়িতে অসামাজিক কার্যক্রমের প্রতিবাদে এলাবাসির মানববন্ধন