Friday, March 24, 2023

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার পেল ১৮১টি প্রাথমিক বিদ্যালয়

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

- Advertisement -

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কেন্দুয়া উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয় পেল ল্যাপটপ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাত্রার প্রাক্কালে প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে এসব ল্যাপটপ প্রধান শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়।

- Advertisement -

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান শিক্ষকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল।
কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার পেল ১৮১টি প্রাথমিক বিদ্যালয়

এসময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকদের হাত ধরেই শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাবে। তবে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, হাজিরা খাতায় যেসব ছাত্র-ছাত্রীর হাজিরা দেখানো হয়, তার সাথে যদি ছাত্র-ছাত্রী উপস্থিতির মিল না থাকে সেটি হবে খুবই দুঃখ জনক। সময়মত স্কুলে আসা যাওয়া, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের মেনে চলতে হবে। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে যার যে সমস্যা আছে তা তুলে ধরবেন, সাধ্যমত সমাধান করব।

- Advertisement -

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ল্যাপটপ উপহারটিকে সঠিক কাজে লাগানোর আহবান জানান। উপজেলা সহকারি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম খানের সঞ্চালনায় ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভ‚ঞা প্রমুখ।
আরও পড়ুন: গৌরীপুরে নানা আয়োজনে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ