Friday, March 31, 2023

কেন্দুয়ায় বিএনপির পদযাত্রা পন্ড করে দিল পুলিশ

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসানের নেতৃত্বে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমুড়উড়া বাজার থেকে বিএনপির পদযাত্রা শুরুর প্রাক্কালে তা পন্ড করে দিল পুলিশ।

- Advertisement -

সকাল ১১টা ১০ মিনিটের দিকে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে শত শত নেতাকর্মী জড়ো হয়। রোটারিয়ান এম. নাজমুল হাসান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের নেতৃত্বে পদযাত্রা শুরুর প্রাক্কালে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাতে বাঁধা দেয়।

পরে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে ওই কর্মসূচি পন্ড করে দেয়। রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন, আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ন কর্মসূচি শুরু করতে চাইলেও পুলিশ এ্যাকশন চালিয়ে তা পন্ড করে দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

- Advertisement -

আরও পড়ুন: কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেক প্রদান

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img