Friday, March 31, 2023

কেন্দুয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযানঃ ৪ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ-নকল কীটনাশক উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইল বাড়ি বাজার থেকে ৪ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রোয়াইল বাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাবেরী জালাল। এ সময় দুটি দোকান ঘর থেকে ২ হাজার ১২০ কেজি নকল বাসুডিন ও ১০ গ্রাম ওজনের ২ হাজার ২০০ প্যাকেট ল্যান্ডজুয়েট কীটনাশক জব্দ করা হয়েছে।

- Advertisement -

সোমবার সকাল সাড়ে ১১ দিকে রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়া নামে এক ব্যক্তির ঘর থেকে ৩০ কার্টুন নকল বাসুডিন কীটনাশক বিক্রির উদ্দেশে পাশর্^বতী মদন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে কেন্দুয়া-মদন সড়কের জামতলা এলাকা থেকে আটকিয়ে উপজেলা কৃষি অফিসে নিয়ে যান উপজেলার সহিলাটি গ্রামের সোহেল ভূইয়া নামে এক কীটনাশক ও সার ব্যবসায়ী।

এরই সূত্র ধরে বিকেলে রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়ার ঘরসহ দুটি ঘরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাবেরী জালাল। সেখান থেকে জব্দ করা কীটনাশক উপজেলা সদরে নিয়ে আসা এসে কৃষি বিভাগের তত্ত¡াবধানে রাখা হয়।

- Advertisement -

উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির জানান, এক সময় সিনজেন্টার কোম্পানির বাসুডিন কীটনাশক বাজারে খুব জনপ্রিয় ছিল। কিন্তু অনেক আগেই সরকার এটি নিষিদ্ধ করে দেয়। উদ্ধারকৃত কীটনাশকগুলো নকল ও মেয়াদোত্তীর্ণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, উদ্ধারকৃত এসব নকল কীটনাশকের মূল্য অনুমান ৪ লাখ টাকা হবে। নকল কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

- Advertisement -

আরও পড়ুন: আটপাড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img