নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইল বাড়ি বাজার থেকে ৪ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রোয়াইল বাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাবেরী জালাল। এ সময় দুটি দোকান ঘর থেকে ২ হাজার ১২০ কেজি নকল বাসুডিন ও ১০ গ্রাম ওজনের ২ হাজার ২০০ প্যাকেট ল্যান্ডজুয়েট কীটনাশক জব্দ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ দিকে রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়া নামে এক ব্যক্তির ঘর থেকে ৩০ কার্টুন নকল বাসুডিন কীটনাশক বিক্রির উদ্দেশে পাশর্^বতী মদন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে কেন্দুয়া-মদন সড়কের জামতলা এলাকা থেকে আটকিয়ে উপজেলা কৃষি অফিসে নিয়ে যান উপজেলার সহিলাটি গ্রামের সোহেল ভূইয়া নামে এক কীটনাশক ও সার ব্যবসায়ী।
এরই সূত্র ধরে বিকেলে রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়ার ঘরসহ দুটি ঘরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাবেরী জালাল। সেখান থেকে জব্দ করা কীটনাশক উপজেলা সদরে নিয়ে আসা এসে কৃষি বিভাগের তত্ত¡াবধানে রাখা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির জানান, এক সময় সিনজেন্টার কোম্পানির বাসুডিন কীটনাশক বাজারে খুব জনপ্রিয় ছিল। কিন্তু অনেক আগেই সরকার এটি নিষিদ্ধ করে দেয়। উদ্ধারকৃত কীটনাশকগুলো নকল ও মেয়াদোত্তীর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, উদ্ধারকৃত এসব নকল কীটনাশকের মূল্য অনুমান ৪ লাখ টাকা হবে। নকল কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন: আটপাড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত