Sunday, April 2, 2023

কেন্দুয়ায় স্বামীর বসতঘর থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাখাল বিশ্বাস, কেন্দুয়া প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার কেন্দুয়ায় স্বামীর ঘর থেকে রোজিনা আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের আবু সাদেকের স্ত্রী ৩ সন্তানের জননী রোজিনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন কেন্দুয়া থানা পুলিশ।

- Advertisement -

রোজিনা আক্তার আবু সাদেকের প্রথম স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে। গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান খান সোহাগ জানান, নিহতের স্বামী সাদেক মিয়া গার্মেন্স কর্মী, ঢাকাতে থাকেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে ভেঙ্গে পড়েন প্রথম স্ত্রী। এই নিয়ে পারিবারিক কলহ ছিল। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরেই শুক্রবার সন্ধ্যায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। খবর পেয়ে শুক্রবার রাতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ এবং থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: দেশকে এগিয়ে নিতে যুবলীগকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img