নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, প্রবীণ সাংবাদিক আনিছুর রহমান আঞ্জু আর নেই। তিনি দীর্ঘ ৯ বছর অসুস্থ্য থেকে বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র, ৩কন্যা, নাতি-নাতনী ও আতœীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকসমাজ, বীরমুক্তিযোদ্ধাগণ, পৌরসভা মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন মরহুমের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি মাসকা ইউপির রামচন্দ্রপুর গ্রামের খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে মরদেহ সমাহিত করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক আনিছুর রহমান আঞ্জু ১৯৮৩ সনে স্থানীয় দর্পন ও আজকের বাংলাদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করে বাংলার বাণীসহ বহু জাতীয় পত্রিকায় ২০১৩সন পর্যন্ত নিয়মিত সাংবাদিকতা করেছেন। পরে বিভিন্ন অসুস্থ্যতায় প্রায় ৯ বছর শয্যাগত ছিলেন তুখুড় এই সাংবাদক।
আরও পড়ুন: সাপাহারে আলুচাষে অধিক লাভের আশা কৃষকদের