Tuesday, March 21, 2023

কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

- Advertisement -

যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতী মূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

- Advertisement -

দিবসের বিভিন্ন কর্মসূচি প্রনয়ন শেষে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ওসি মোঃ আলী হোসেন পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, কেন্দুয়া পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক বদিউজ্জামান তালুকদার বকুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতানা পারভীন পপি ও শিল্পী প্রদীপ পন্ডিত।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সর্বত্রই আমাদেরকে সতর্ক থেকে বিজয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহান বিজয় দিবসের প্রতিটি কর্মসূচিতে সকলের অংশগ্রহণ ও সুষ্ঠু ভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

- Advertisement -

আরও পড়ুন: ইসলামপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ