নেত্রকোনার কেন্দুয়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বৃহস্পতিবার বেলা ১১টায় উদ্বোধন করা হয়েছে। সারাদেশে তৃতীয় পর্যায় ৫০টি মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কেন্দুয়া পৌরসদরের ওয়াশেরপুর মহল্লায় প্রতিষ্ঠিত মডেল মসজিদটি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আশিকুল হক, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, ওসি আলী হোসেন পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রেজুয়ানুল হক, মডেল মসজিদের জমিদাতা খায়রুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন মসদিরে ইমাম ও খতিবগণ ইসলামিক ফাউন্ডেশনের ইউনিয়নের পর্যায়ে প্রতিনিধি, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কেন্দুয়া মডেল মসজিদ উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
- Advertisement -
- Advertisement -