Sunday, April 2, 2023

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাখাল বিশ্বাস/কেন্দুয়া

- Advertisement -

“সংস্কৃতি হোক জাগরণের শক্তি” এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শুরু পৌর শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল ইসলাম।

- Advertisement -

প্রধান অতিথি মো. নূরুল ইসলাম বলেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর তৎকালীন সদস্যরা তাদের কর্মকান্ডের মাধ্যমে বিগত ৭১- এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সংস্কৃতি একটা জাতিকে পথ দেখায় সুতরাং আমরা অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে মূলধারার সাহিত্য ও সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে তিনি মনে করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনেন চন্দ্র সরকার, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ।

- Advertisement -

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আশরাফ গোলাপ। দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আনোয়ার উদ্দিন হীরন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক তপন ভদ্র, শিক্ষক অনুকুল সরকার সাংবাদিক হুমায়ুন কবীরসহ উদীচী শিল্পী গোষ্ঠীর স্থানীয় শিল্পীবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সকল সুধীজন।

শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর স্থানীয় শিল্পীবৃন্দের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img