বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হয়েছেন কেন্দুয়ার নাইম ইবনে আজাদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নাইম ইবনে আজাদকে সহসম্পাদক পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেন।
নাইম ইবনে আজাদ কেন্দুয়া পৌরশহরের দিগদাইর গ্রামের মাওলানা মো. আবুল কালাম আজাদের ছেলে। মাওলানা আবুল কালাম আজাদ উপজেলা ওলামালীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, আওয়ামী পরিবারে জন্ম নেওয়া নাইম ইবনে আজাদ ছোটবেলা থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায়ও ছাত্রলীগের পক্ষ থেকে কাজ করেছেন নাইম ইবনে আজাদ।
সোমবার (৫ ডিসেম্বর) বিকালে নাইম ইবনে আজাদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক পদে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাকে সহসম্পাদক করায় আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে শক্তিশালী করতে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।
আরও পড়ুন: দুর্গাপুর মুক্ত দিবস ৬ ডিসেম্বর