Friday, March 31, 2023

ক্ষেতলালে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

- Advertisement -

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মন্ডল ইন্তেকাল করেছেন। বুধবার দিবাগত-রাতে তাঁর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

- Advertisement -

আজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের উপস্থিতিতে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় ক্ষেতলাল উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুম মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

নিজ গ্রামের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

- Advertisement -

মৃত্যুকালে মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মন্ডলের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন৷
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৫ আসামি আটক

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img