খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় সাপাহার প্রেসক্লাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল পাঁচটায় প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদেরের দোয়া মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য বিভিন্ন মসজিদের মুসল্লীগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় সংসদ-এর ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়েন।
বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন। এবং মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করে তার নির্বাচনী এলাকায় এসে জনগণের মাঝে কৌশল বিনিময় করবেন মর্মে রোগমুক্তি ও দোয়া কামনা করেন।
আরও পড়ুন: নিখোঁজের এক দিনপর পুকুর থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার