Sunday, April 2, 2023

খালেদা জিয়ার মুক্তিসহ তাঁর পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

- Advertisement -

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমান এবং ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরামের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা রোটারীয়ান এম. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

- Advertisement -

সভায় বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ শাহজাদা মিয়া, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযাদ্ধা আনোয়ার হোসেন বুলুসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ চলমান গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে ঐক্যমত প্রকাশ করেন।

- Advertisement -

আরও পড়ুন: কলমাকান্দার সীমান্তে কাঁদায় আটকে বন্য হাতির মৃত্যু

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img