নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার খারনৈ ইউনিয়নের রানীগাও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. নুরুজ্জামান (২২) ও লেংগুরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আছর আলীর ছেলে বাবুল মিয়া (২৩)। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত কলমাকান্দা থানা পুলিশের নিকট সোর্পদ করেন। পরে পুলিশ
সোমবার সকালে নেত্রকোনা জেলা কারাগারে তাদেরকে পাঠিয়ে দেন।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, নুরুজ্জামান ও বাবুল মিয়া উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে লরি গাড়ি দিয়ে পরিবহন করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় ঘটনাস্থলে হাজির হয়ে নুরুজ্জামান ও বাবুল
মিয়াকে এ দণ্ড দেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও আবুল হাসেম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে নুরুজ্জামান ও বাবুল মিয়াকে এ দণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: তারাকান্দায় কৃষকের মরদেহ উদ্ধার