গোপালগঞ্জে অবঃ ট্রাফিক পুলিশ সাহাদত হোসেন মোল্লার (সাদ্দাদ মোল্লার) ছেলে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল গেলে শোনা যায় কিছু এলাকাবাসী একে ওপরকে বলাবলি করতে পূর্বশক্রুতার জের ধরেই এই হত্যা হতে পারে। কিছুদিন পূর্বে গ্রামের দুটি পক্ষের মাঝে গোন্ডগোল হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আসাদুজ্জামান টিটো জানান, বুধবার ভোরে সড়কের উপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, নিহতের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেহেদী হাসান এর মোবাইল ফোন একটি ফোন আসে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে। ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক।
আরও পড়ুন: এইচএসসি সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৫.৯৫ শতাংশ শিক্ষার্থী