“স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা সাধারণ পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে।
রবিবার( ৫ ফেব্রুয়ারী ) সকালে পাঠাগার থেকে একটি র্যালি বের হয়ে ভূটিয়ারকোনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঠাগারে এসে শেষ হয়।
ভূটিয়ারকোনা সাধারন পাঠাগারের সভাপতি এম এ কদ্দুসের সভাপতিত্বে সাধারন সম্পাদক আজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) নিকহাত আরা, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন কবির, গড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কুমড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সাংবাদিক শাহজাহান কবির প্রমুখ।
এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত