নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বৃহস্পতিবার (২মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বলেন, উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮ শ ৬৯ জন। তার মাঝে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১২৬ জন ও নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৭ শ ৪৩ জন।
আরও পড়ুন: ক্ষেতলালে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ