ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৮নং ডৌহখোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হকের নেতৃত্বে শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রার কর্মসূচীর প্রস্তুতিকালে আলোচনা সভায় হামলা করার খবর পাওয়া গেছে।
দলীয় সুত্রে জানা গেছে ইউনিয়নের কলতাপাড়া আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচী সফল করার লক্ষে আলোচনা চলা কালে একদল সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় আলোচনা স্থলে হামলাকারীরা গুলি,ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা গাড়ি ভাঙচুর ও পাঁচজনকে কুপিয়ে জখম করে।
গুরুতর আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় জরুরী চিকিৎসা নেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক নূরুজ্জামান সোহেল, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আল নূর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিশু সহ ইউনিয়ন ইউনিয়ন বিএনপি নেতা সেকান্দর আলীসহ অজ্ঞাত আরো অনেকে।
মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় ৫ টা মোটর সাইকেল অসংখ্য চেয়ার,একটি মাইক্রোসহ অসংখ্য আসবাবপত্রের ক্ষতি করে। এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপির বিভিন্ন অংগসংগঠসের নেতৃবৃন্দ।