Tuesday, March 21, 2023

গৌরীপুরে বিএনপির পদযাত্রা কর্মসুচীতে হামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

গৌরীপুর প্রতিনিধি

- Advertisement -

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৮নং ডৌহখোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হকের নেতৃত্বে শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রার কর্মসূচীর প্রস্তুতিকালে আলোচনা সভায় হামলা করার খবর পাওয়া গেছে।

- Advertisement -

দলীয় সুত্রে জানা গেছে ইউনিয়নের কলতাপাড়া আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচী সফল করার লক্ষে আলোচনা চলা কালে একদল সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় আলোচনা স্থলে হামলাকারীরা গুলি,ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা গাড়ি ভাঙচুর ও পাঁচজনকে কুপিয়ে জখম করে।

গুরুতর আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় জরুরী চিকিৎসা নেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক নূরুজ্জামান সোহেল, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আল নূর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিশু সহ ইউনিয়ন ইউনিয়ন বিএনপি নেতা সেকান্দর আলীসহ অজ্ঞাত আরো অনেকে।

- Advertisement -

মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় ৫ টা মোটর সাইকেল অসংখ্য চেয়ার,একটি মাইক্রোসহ অসংখ্য আসবাবপত্রের ক্ষতি করে। এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপির বিভিন্ন অংগসংগঠসের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: দেশের সাধারণ মানুষ তাদের জীবন চালাতে হিমসিম খাচ্ছে ইসলামপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নজরুল ইসলাম খান

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ