Sunday, April 2, 2023

গৌরীপুরে শিশুদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ

মো.হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি

- Advertisement -

ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৩০ অক্টোবর) দুপুরে গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর হাতে হাইজিন সামগ্রী সম্বলিত একটি প্যাকেট তুলে দেয়া হয়।

- Advertisement -

উক্ত হাইজিন সামগ্রীগুলো হল, একটি হাত ধোয়ার সাবান, একটি ব্রাশ, একটি পেস্ট, একটি , একটি নেইল কাটার, একটি চিরুনি,একটি পার্কার কলম ও এক পাতা সিভিট। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক,সহকারী বৃন্দ, এসএমসি সভাপতি,সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই হাইজিন সামগ্রী ব্যবহারের অভ্যাসের মাধ্যমে শিশুরা তাদের স্বাস্থ্য ও হাইজিন বিষয়ে নিজেরা সচেতন হবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে।

- Advertisement -

আরও পড়ুন: হারানোর ২২ দিন পর টঙ্গী থেকে এক কেশোরকে উদ্ধার করলো মোহনগঞ্জ থানা পুলিশ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img