Thursday, March 30, 2023

ছাগল চরাতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

অনলাইন ডেস্ক:

- Advertisement -

শেরপুরের ঝিনাইগাতীতে ছাগল চরাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরী। ১ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে।

- Advertisement -

২ মার্চ বৃহস্পতিবার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুঁইয়া বৃহস্পতিবার মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তি মৃত দুদু প্রামাণিকের ছেলে সুজন ওরফে মকস্ (৪৬)।

- Advertisement -

কিশোরীর পরিবারের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যার আগে আগে বাড়ির পাশে নির্জন স্থানে শিম ক্ষেতের আইলে ছাগল চরাচ্ছিল ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। ওই সময় সুজন কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরী বাড়িতে ফিরে ঘটনার বিষয়ে পরিবারকে জানায়। পরে রাতেই তার পিতা ঘটনাটি ঝিনাইগাতী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ সুজনের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

- Advertisement -

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া বলেন, ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সুজনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: আটপাড়া উপজেলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জায়গা পরিদর্শন করেন: প্রকল্প পরিচালক

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img